বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোর কালেক্টরেট ভবনে অগ্নিকাণ্ড

যশোর প্রতিনিধি

যশোর কালেক্টরেট ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টার দিকে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঈদের ছুটির কারণে অফিসটি তালাবদ্ধ ছিলো। তালা ভেঙে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে তারা আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তদন্ত শেষে বলা সম্ভব হবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।

জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জিএম জিল্লুর রহমান বলেন, অফিস বন্ধ থাকায় কিভাবে আগুন ধরেছে সেটা তিনি এখনই বলতে পারছেন না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে তিনি ধারণা করেছেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন