বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

চার কেজি ভারতীয় গাঁজাসহ নারী কারবারী আটক

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলার রামচন্দ্রপুর থেকে তাকে আটক করা হয়।

ওই নারী খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি শার্শার নাভারণ মাঠপাড়া এলাকায় বসবাস করেন।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা নিয়ে শার্শার রামচন্দ্রপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছেন। এরপর অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন