বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোর উপশহর ও তালবাড়িয়া ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড

যশোর প্রতিনিধি

যশোর উপশহর ও তালবাড়িয়া ফাঁড়ির এএসআইসহ দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই স্বপন কুমার বিশ্বাস ও উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শাহাবুদ্দিন। এই দুই কর্মকর্তার ক্লোজের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম। তবে কী কারণে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেছেন।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, আসামি আটকে ব্যর্থ হওয়ায় এসআই স্বপন কুমার বিশ্বাসকে ক্যাম্প থেকে ক্লোজ করা হয়েছে। তবে এএসআই শাহাবুদ্দিনের ক্লোজের কারণ জানা যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন