বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (১১) নামে একজন শিশু মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপশহরের ই-ব্লক কলাবাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

শিশুর বাবা জাকির হোসেন বলেন, সোমবার রাতে বৃষ্টিতে আমাদের টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। মঙ্গলবার সকাল দশটার দিকে আলাউদ্দিন পানিতে ভিজে ঘরের পিলার ধরে খেলছিল। এসময় সে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তার গলা ও বুকের ডানপাশে ঝলসে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন