সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

পুত্রবধূর মামলায় শাশুড়ি ও তিন ননদ আটক

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে পূত্রবধুর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শাশুড়ি ও তিন ননদকে পুলিশ আটক করেছে। রোববার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পলাশী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পলাশী গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী আলেয়া বেগম ও তাদের তিন মেয়ে রুপা খাতুন, সাবিনা খাতুন ও তহমিনা খাতুন।

গ্রামবাসী জানায়, আলেয়া বেগমের বড় ছেলে হাবিবুর রহমান কয়েক বছর আগে বাঘারপাড়া উপজেলায় বিয়ে করেন। পরে পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালে স্বামী, শাশুড়ি ও তিন ননদের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। পরে হাবিবুরের সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। সেই মামলায় কয়েকমাস আগে হাবিবুরকে পুলিশ আটক করে।

থানার এস আই যোগেশ চন্দ্র মণ্ডল বলেন, এ মামলায় হাবিবুরের মা ও তিন বোন পলাতক জীবনযাপন করছিলেন। যে কারণে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর আদালত থেকে কাগজ পেয়ে তাদের আটক করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন