সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

করোনায় চলে গেলেন যশোরের ডাক্তার আব্দুল ওহাব

যশোর প্রতিনিধি

যশোরের বহ্মব্যাধি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও একতা হাসপাতালের চেয়ারম্যান আব্দুল ওহাব তরফদার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত একটার দিকে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি যশোর শহরের কাজীপাড়ায়।

বুধবার সকালে তাকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ডাক্তার ওহাবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন একতা হাসপাতালের ম্যানেজার সোহরাব হোসেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ দিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, তার মৃত্যুতে যশোর স্বাস্থ্য বিভাগে শোকের ছায়া নেমেছে। ঘাতক করোনায় তার মৃত্যুতে ডাক্তারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা শোকাহত হয়ে পড়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন