সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে মিল শ্রমিককে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে মিল শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিক উপজেলার চলিশিয়া গ্রামের সঞ্জয় প্রামাণিক (৪০)। তিনি নওয়াপাড়ার জেজেআই মিলের শ্রমিক ছিলেন। সন্ত্রাসীরা তাকে সোমবার ভোররাতে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

এসময় স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে নিহতের স্ত্রী রিপা সরকারকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের উর্র্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত মিল শ্রমিকের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির হোসেন মোল্লা জানান, সোমবার ভোররাতে ৫/৭জন সন্ত্রাসী সঞ্জয় প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। এসময় তারা শ্রমিক সঞ্জয়কে এলোপাতাড়িভাবে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। তার স্ত্রী রিপা সরকার এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও রড দিয়ে পেটানো হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, চুরি করার উদ্দেশ্যে চোরেরা সঞ্জয়ের বাড়িতে প্রবেশ করে। এসময় সঞ্জয় তা দেখে ফেললে চোরেরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন