সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

হাসপাতাল থেকে পালালেন বোমায় আহত যুবক

যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালে ভর্তি বোমার স্পিন্টারে আহত যুবক পালিয়ে গেছে। তাকে ধরতে থানা পুলিশ বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে। পলাতক যুবকের হলেন রাকিব হাসান অনিক (১৮)। সে শহরের শঙ্করপুরের আলতাফ হোসেনের ছেলে।

হাসপাতাল রেজিস্ট্রারে অনুযায়ী শনিবার (২৪ এপ্রিল) বোমায় আহত যুবক রাকিব হাসান অনিক ভর্তি (নম্বর : ১৭৭০৩/১২০) হন। জরুরি বিভাগ থেকে তাকে ভর্তি করা হলেও সে সংশ্লিষ্ট ওয়ার্ডে না গিয়ে পালিয়ে গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, হিস্টোরি অব বোম্ব ব্লাস্ট নিয়ে এক রোগী হাসপাতালে এলে তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু সে সেখানে যায়নি। ধারণা করা হচ্ছে, সে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন