বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোর হাসপাতালে রোগীর টাকা হাতিয়ে নেয়ায় প্রতারক আটক

যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতাল রোগীর কাছ থেকে প্রতারণা করে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মান্নান বাগেরহাট জেলা সদরের গোলাপকাঠি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি যশোর শহরের ধর্মতলার আব্দুল আজিজের বাড়ির ভাড়াটিয়া।

কোতোয়ালি থানার এসআই শংকর কুমার বিশ্বাস ও হাসপাতাল সূত্র জানায়, আব্দুল মান্নান যশোর শহরের চিহ্নিত দালাল ও প্রতারক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি জেনারেল হাসপাতালের বিভিন্ন জায়গায় ওৎ পেতে থাকেন। সুযোগ বুঝে গ্রাম থেকে আসা গরিব অসহায় রোগীদের চিকিৎসাসেবা পাইয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এদিন সকালে তিনি হাসপাতালে চিকিৎসার নামে কুমিল্লার আবু ইউসুফ আলী নামে এক ব্যাক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। এসময় স্থানীয়দের সহযোগিতায় মান্নানকে আটক করা হয়।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন