সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শুক্রবার যশোরে করোনা শনাক্তের রেকর্ড

যশোর প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় যশোরে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ। গত কয়েকদিনে শনাক্ত ৫০ এর নিচে থাকলেও শুক্রবার সে রেকর্ড ভেঙ্গে গেছে।

শুক্রবার আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৫০ জন, শার্শায় পাঁচ জন, ঝিকরগাছায় তিন জন, অভয়নগরে আট জন ও চৌগাছায় তিন জন শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনায় ২৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে বৃহস্পতিবার দুশ’ ২৯ টি নমুনা পরীক্ষা করে ৫৯ টির ফলাফল পজিটিভ হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত যবিপ্রবিতে ২৮ হাজার একশ’ ৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার সাতশ’ ৫৮ জন। সুস্থ হয়েছেন চার হাজার নয়শ’ ৬০ জন। হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ২০ জন। হোম কোয়ারেন্টাইনে সাতশ’ ১০ জন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন