বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার অভয়নগর থেকে আগ্নেয়াস্ত্রসহ মোঃ মহিদুল ইসলাম ওরফে তুরজো (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৯ মার্চ) গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভয়নগর থানাধীন বুইকারা ড্রাইভারপাড়ায় অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে মোঃ মহিদুল ইসলাম ওরফে তুরজো (২৫) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার কাছ খেকে শর্টগান সাদৃশ্য পাকিস্তানি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন