সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় পুকুরে ডুবে গৃহবধুর মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

পুকুরে ডুবে সপ্না দাস (৪০) নামে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে ফুলতরার ধোপাখোলা গ্রামে ঋষিপাড়ায়। তিনি ঐ গ্রামের সতীন দাসের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সপ্না দাস শুক্রবার বিকালে পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। কিছু সময় পরে তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু ঘটে। পূর্ব থেকেই তিনি মৃগী রোগাক্রান্ত বলে পরিবারের দাবি। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও কন্যা রেখে যান। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন