সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালাতে গিয়ে কিশোর আহত

যশোর প্রতিনিধি

যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রের ছাদ থেকে লাফ দিয়ে পালানোর সময় সজিব হোসেন (১৬) নামে এক কিশোর বন্দি আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সজিব পটুয়াখালী জেলার চারাবেড়ে গ্রামের বাহাদুর হোসেনের ছেলে।

শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মচারী নাজির উদ্দিন জানান, কেন্দ্রের পেছনে চিৎকার শুনে প্রতিষ্ঠানের গার্ডকে সঙ্গে নিয়ে সেখানে গেলে সজিবকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, ছাদ থেকে লাফ দেয়ায় সজিব একটি পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সজিব জানায়, সে গত ৫ বছর ধরে একটি মামলায় আটক রয়েছে। কিন্তু এখন শিশু উন্নয়ন কেন্দ্রে তার আর ভালো লাগছে না। এক পর্যায়ে সে চার তলার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু নীচে পড়ে ব্যর্থ হয়।

এ বিষয়ে শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, সজিব ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। তারা জানতে পেরে সজিবকে আটক করে। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন