বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

ভৈরব নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার ঘোড়াগাছি গ্রামে ভৈরব নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, দুপুরে ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর স্থানীয়দের সহায়তায় মরদেহটি ভৈরব নদের কচুরিপনার ভেতর থেকে উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ দিন আগে মারা গেছেন অজ্ঞাত পুরুষ ওই ব্যক্তি। পানিতে ডুবে মারা গেছেণ না কেউ তাকে হত্যার পর মরদেহ গুম করতে নদীর কচুরিপনার মধ্যে ফেলে গেছে, তা ময়না তদন্তের পরই বলা যাবে। নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন