শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় সাপের দংশনে রফিকুল ইসলাম সন্তোষ (৫৫) নামে এক কৃষক মারা গেছে। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের মাওলা বক্সের ছেলে।

গ্রামের প্রভাষক আলমগীর হোসেন জানান, রফিকুল বুধবার দুপুরে ধানক্ষেত দেখতে মাঠে যান। ক্ষেতের আইল দিয়ে হাঁটার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে তিনি বাড়ি ফিরে এলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকরা জানান, তাকে বিষধর সাপে দংশন করেছে। উপজেলা শহরে সাপে কাটা রোগীর চিকিৎসা সুবিধা না থাকায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা তাকে যশোরে না নিয়ে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের ঝাড়ফুঁকে ব্যর্থ হলে রোগীকে ফের চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ বলেন, রোগীর স্বজনরা চরম অবহেলা করেছেন। রোগীকে যশোর জেনারেল হাসপাতালে না নিয়ে কবিরাজের কাছে নেয়া হয়। এখানে রাত আটটার দিকে যখন হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, ততক্ষণে তিনি মারা গেছেন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন