শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের ধর্মপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে খোকন দাস (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, রবিবার সকালে উপজেলার ধর্মপুর গ্রামের মৃত বিজয় দাসের ছেলে খোকন দাসের সাথে একই গ্রামের বলরাম দাসের ছেলে সুজন দাস, দুলাল দাসের ছেলে পঙ্কজ দাস, গণ দাসের ছেলে বলরাম দাস ও নয়ন দাসের সাথে টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় চিকিৎসাধীণ অবস্থায় খোকন দাসের মৃত্যু হয় এবং তার স্ত্রী মানু  দাসি, ও প্রতিবেশী কালী দাসি দাস ও কেয়া দাস আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৬ জনকে আটক করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন