সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোলের ছোটআঁচড়া গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসান অপু সোহরাব হোসেনের ছেলে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুর রহমান চৌধুরী অভিযান চালিয়ে অপুকে গ্রেপ্তার করে। সে যশোরের আদালতে যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তীতে আসামিকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন