বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

শার্শা সীমান্তে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক

শার্শা প্রতিনিধি

শার্শার শিকারপুর সীমান্ত থেকে ২৮৪ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোরে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি বেনাপোল পোর্ট থানার শাখারিপোতা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান শিকারপুর সীমান্ত দিয়ে গভীর রাতে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে নজরদারি আরো বাড়ানো হয়। একপর্যায়ে ভোরে শিকারপুর সীমান্ত দিয়ে এক মাদক ব্যবসায়ী বাংলাদেশে প্রবেশ করলে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা বস্তা তল্লাশি করলে ২৮৪ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১লাখ ৯৭ হাজার ৬০০ টাকা বলে জানানা তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন