সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে অস্ত্রসহ ইউপি মেম্বরের স্ত্রী-সন্তান আটক

যশোর প্রতিনিধি

যশোরের সিরাজসিংহা গ্রাম থেকে অস্ত্রসহ ইউনিয়ন পরিষদের মেম্বরের স্ত্রী ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় ইউপি মেম্বর কামরুল ইসলাম পালিয়ে যান।

থানা সূত্র জানিয়েছে, যশোরের রামনগর ইউনিয়নের মেম্বর সিরাজসিংহা গ্রামের কামরুল ইসলাম বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টায় পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল মেম্বর পালিয়ে যান। পরে পুলিশ তার ঘর থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার ও তার স্ত্রী জলি বেগম এবং ছেলে সাইমুমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে, পলাতক মেম্বর কামরুলের মামা স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান জানিয়েছেন তার ভাগ্নে বউ ও নাতি নির্দোষ। পুলিশ বাড়ির পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করেছে। কেউ শত্রুতা করে এটি তার ঘরের পাশেফেলে গেছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন