বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে পুলিশি ধাওয়ায় আসামি পুকুরের পানিতে ঝাপ

যশোর প্রতিনিধি

যশোরে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরের পানিতে লাফ দিয়েছে এক যুবক। পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। যশোরের শেখহাটি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় তুমুল হৈচৈ শুরু হয়েছে।

থানা সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি দুপুরে যশোরের তালবাড়িয়া ফাঁড়ি পুলিশের একটি টিম শেখহাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ শেখহাটির জহুর আলী মিস্ত্রির ছেলে জিআর মাদক মামলার (১৮৯/২০) আসামি মনিরুল ইসলামকে আটকের চেষ্টা চালায়। মনিরুল পুলিশের টিম দেখে দৌঁঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে ধাওয়া করলে ওই আসামি পাশের একটি পুকুরের পানিতে লাফ দেয়। এরপর তিনি দীর্ঘ সময় পানিতে ডুব দিয়ে থাকেন। এক পর্যায়ে নিজেই উপরে উঠে অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘক্ষণ তার জ্ঞান না ফেরায় ফাঁড়ি ইনচার্জ এসআই স্বপন তাকে বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার ব্যাপারে তালবাড়িয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই স্বপন বলেন, ফাঁড়ির এক অফিসার ওয়ারেন্টভুক্ত আসামি আটক করতে গেলে আসামি মনিরুল পুকুরে ঝাঁপ দেয়। আবার সে নিজেই উপরে ওঠে। তবে একটু পরে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে তৎক্ষনাৎ যশোর হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার জ্ঞান ফেরেনি। পরিবারের পক্ষে তাকে জানানো হয়েছে সে ব্লাড প্রেশারের রোগী ছিল।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন