সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোল সীমান্তে গাজাঁসহ পাচারকারী আটক

শারশা প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর সীমান্তে ভারত থেকে পাচার করে আনা দেড় কেজি গাঁজাসহ ইকবাল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকলে সীমান্তবর্তী নারায়ণপুর ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইকবাল বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে, মাদক পাচারকারীরা ভারত থেকে গাঁজার একটি চালান এনে যশোরে নেওয়ার জন্য নারায়ণপুর ডিগ্রি কলেজ এলাকায় অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব যশোর-৬ এর একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ইকবাল নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয় ।

যশোর র‌্যাব – ৬ এর কমান্ডার লে. এম সরোয়ার হোসাইন দেড় কেজি গাঁজাসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন