সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ সাব্বির আহম্মেদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরূপ কুমার বসু, সহকারী উপ-পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে নারায়ণপুর গ্রামের শাহিন বিশ্বাসের ছেলে সাব্বির আহম্মেদকে (২১) গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ইয়াবাসহ সাব্বির আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন