শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অবশেষে হচ্ছে যশোর পৌরসভার নির্বাচন : সুপ্রিম কোর্টের রায়

যশোর প্রতিনিধি

যশোর পৌরসভার বহুলালোচিত নির্বাচনের অবশেষে সকল বাধা কাটলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারকি আদালত নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দিয়েছেন। হাইকোর্টের দেয়া তিন মাসের স্থগিতাদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে যশোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকলো না।

এর আগে যশোর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন যশোরের তিন ব্যক্তি। এরই প্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ যশোর পৌরসভার নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেন।

ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী জানিয়েছিলেন, পৌরসভার সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধন ইস্যুতে যশোর পৌরসভার নির্বাচন আগামী তিনমাসের জন্য স্থগিত করেছেন আদালত। পরে ওই স্থগিতাদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন নির্বাচন কমিশন (ইসি)।

এ জাতীয় কারণে যশোর পৌরসভার নির্বাচন দেশব্যাপী আলোচিত হয়ে ওঠে। নির্বাচন নিয়ে আশা নিরাশার দোলাচলে থাকে পৌরবাসী। অবশেষে কাটলো সকল বাধা বিপত্তি। আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন