বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বেনাপোলে ফেনসিডিলসহ ৩ নারী কারবারি আটক

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারতীয় ৪৩ বোতল ফেনসিডিল সহ ৩ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো যশোর শংকরপুর এলাকার বাবুল হোসেনের স্ত্রী নুর জাহান(৪০), একই এলাকার সাজ্জাদুল ইসলামের স্ত্রী মালা (৩৫) এবং যশোর বাঘারপাড়া শেখের বাজন গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী স্বপ্না (৪০)।

বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত অফিসার এএসআই মাসুম পারভেজ জানান, গোপন একটি খবর আসে ৩ নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল নিয়ে পুটখালী থেকে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদে এসআই মফিজুর রহমান, এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর জেল সোপর্দ করা হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন