শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শিশু ধর্ষণ চেষ্টা মামলায় যুবককে ৬ বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

যশোরে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে শফিকুল ইসলাম বাবু নামে এক যুবককে ছয়বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম বাবু শহরের ধর্মতলা রেললাইন এলাকার শহিদুল ইসলাম শহিদের ছেলে। সোমবার এক রায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা এ আদেশ দেন। এসময় বিশেষ পিপি-১ অ্যাডভোকেট সেতারা খাতুন উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই শিশুর পরিবার ধর্মতলা এলাকার রেললাইনের পাশের হাবিবের বাড়িতে ভাড়া থাকেন। আসামি শফিকুল ইসলাম বাবু বাড়ির মালিক হাবিবের ভাগ্নে। ২০১৯ সালের ২৬ এপ্রিল শিশুর বাড়িতে সাংসারিক কাজ করছিলেন। বিকেলে তার মেয়ে প্রতিবেশি এক শিশুর সাথে খেলা করছিল। এ সময় বাবু চকলেট ও কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশু চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় বাবু। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি যেয়ে বিষয়টি তার মাকে জানায়।

এ ঘটনায় শিশুর মা ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় বাবুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম। বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন