শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পারভেজ যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।

নিহতের খালা রওশন আরা জানান, পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এদিন সন্ধ্যায় তিনি ভ্যানে মালামাল নিয়ে বউ বাজার এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুখ বাঁধা তিনজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কোতয়ালি থানার ইন্সপেক্টর সুমন ভক্ত বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ও অপরাধী আটকে অভিযান শুরু করেছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন