সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মাদক মামলায় নারীর দুই বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

যশোরে মাদক মামলায় এক নারীর দু’ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি শিল্পী বেগম লিপি অভয়নগর উপজেলার গুয়াখোলা রেলবস্তির নিরু মোল্লার স্ত্রী।

২০০৮ সালের ১৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে রেলবস্তি থেকে দু’ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা সার্কেলের পরিদর্শক শাহাজান আলী তালুকদার বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। এ মামলায় রোববার রায় ঘোষণা করেন আদালত।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন