শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বারোবাজারে বাস-ট্রাক সংঘর্ষ মামলায় ট্রাকচালক আটক

যশোর প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক রনি গাজীকে (৩০) ভারতে যাওয়ার প্রাক্কালে আটক করেছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার রাতে যশোরের শার্শা সীমান্ত থেকে রনি গাজীকে আটক করা হয়। রনি শার্শার সনাতনকাঠি গ্রামের মশিয়ার গাজীর ছেলে।

কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে শার্শার পুটখালী সীমান্ত থেকে ট্রাক চালক রনি গাজীকে আটক করা হয়েছে। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি রাতে বাস ও ট্রাকের চালককে আসামি করে মামলা দায়ের করা হয়। একই দিন ঘাতক ট্রাকটিকে জব্দ করে বারোবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। যার নম্বর যশোর-ট-১১-১২৯২। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে রনি বৈধ কোনে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেননি। তিনি দ্রুত ও বেপরোয়া গতিতে বাসের মাঝখানে ধাক্কা দেয়ার কথা স্বীকার করেছেন।

গত বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আলহাজ আমজাদ ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন