শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে মাদক কারবারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

যশোর প্রতিনিধি

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আল আমিন হোসেন নামে এক মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত পলাতক আল আমিন হোসেন বেনাপোলের গয়ড়া বাওড়কান্দার হারুনার রশীদ মালিথার ছেলে।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এক রায়ে এ কারাদণ্ড প্রদান করেন । বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট বিকেলে শার্শা থানা পুলিশ বাগআঁচড়া বাজারের আব্দুল মান্নানের মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে আল আমিন হোসেনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাজের মধ্যে থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ১শ’ গ্রাম। এ ঘটনায় শার্শা থানার এসআই আবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আল আমিন হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রোকুনুজ্জামান। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন