সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২
যশোর পৌরসভা নির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মারুফুল ইসলাম

যশোর প্রতিনিধি

যশোর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম। হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন একটি বেঞ্চ। বুধবার সকালে নির্ধারিত এ বেঞ্চটি আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মারুফুল ইসলাম।

এরআগে গত ৪ ফেব্রুয়ারি ঋণখেলাপির অভিযোগে মেয়রপ্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এরপর তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করেন। সেখানেও বাতিল হয় মারুফুল ইসলামের মনোনয়নপত্র। সর্বশেষ মঙ্গলবার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। এরই প্রেক্ষিতে তিনি প্রার্থীতা ফিরে পেলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচনের দিন ছিল। কিন্তু গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের অপর একটি বেঞ্চ রিট আবেদনের প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করেছে।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন