শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে নিষিদ্ধ এ্যালকোহলসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬(যশোর ক্যাম্প) এর একটি দল আজ (১০ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে ৪৮৮ বোতল বাজারজাত নিষিদ্ধ এ্যাকোহলসহ একজনকে গ্রেফতার করে। আটক আসামীকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাবের দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, যশোর জেলার শার্শা থানার নাভারন রেল বাজারস্থ মিজান সুপার মার্কেট এর সামনে যশোর টু বেনাপোল গামী পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি নিষিদ্ধ এ্যালকোহলসহ অবস্থান করছে। এসময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মতিয়ার রহমান (৩৮), পিতা- মোঃ আঃ জলিল, মাতা- ফুলমতি বেগম, গ্রাম-ইসলামপুর, থানা- শার্শা, জেলা- যশোরকে ৪৮৮(চারশত আটাশি) বোতল বাজারজাত নিষিদ্ধ এ্যাকোহলসহ হাতে নাতে গ্রেফতার করে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন