শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে অস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

যশোরে অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলরোড ফুট গোডাউনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা সদরের নিজ নান্দুয়ালী পশ্চিমপাড়া কুঠিবাড়ী এলাকার সুশান্ত সিকদারের ছেলে মো. সেতু সিকদার (২৮) এবং পারনান্দুয়ালী শান্তি পাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে আিলমুজ্জামান ওরফে রিথ(২৪)।

গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে সেতু সিকদারের কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং আলিমুজ্জামানের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

রাতে র‌্যাব-৬ খুলনার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন