বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কুলের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

কুল খেতে গিয়ে বিচি গলায় আটকে দেড় বছরের শিশু সিনথিয়া খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মাগুরার শালিখা উপজেলা সদরের জামাল উদ্দীনের মেয়ে।

মৃতের স্বজনরা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে সিনথিয়া খাতুন বাড়িতে খেলার সময় কুল খাচ্ছিল। এসময় হঠাৎ তার গলায় কুলের একটি বিচি আটকে যায়। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশটির মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন