শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৫

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন বেনাপোল পোর্টথানার গাতিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৩), একই এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০), সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), ইউনুচ মোল্লার ছেলে মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান পাচার করে এনে বেনাপোলের দৌলতপুর সীমান্তে মজুদ করছে। পরে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের হয়েছে এবং তাদের যশোর জেলা হাজতে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন