শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ বি‌ক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬ যশোরের অভয়নগর থানা এলাকা থেকে ১৫০ লিটার চোলাই মদসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার  করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থান করছিল । এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ৭ ফেব্রুয়ারী রাতে ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় যশোরের মৃত কালু পাটোয়ারীর ছেলে মোঃ বেল্লাল পাটোয়ারী (৪৫)কে ১৫০ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খুলনা  গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন