শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ভারতে পাচারকালে ৩৬টি হাঁসপাখি উদ্ধার, আটক ৩

যশোর প্রতিনিধি

যশোর পুলিশ পাচারের প্রাক্কালে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁসপাখি উদ্ধার করেছে। একইসাথে পাচার প্রক্রিয়ায় যুক্ত তিন যুবককে আটক করেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের অভিযান চালিয়ে পুলিশ ওই পাখিগুলো উদ্ধার ও তিনজনকে আটক করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বাঘারপাড়া থানার এসআই জুম্মান খান ফোর্স নিয়ে তেলিধান্যপুর গ্রামে একটি পিকআপের গতিরোধ করে তল্লাসি চালায়। এসময় পিকআপ থেকে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁসপাখি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরা সদরের বগিয়া এলাকার শেখ রাসেল (২২), বালিয়াডাঙ্গা এলাকার রাজ্জাক হাসান (২৬) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাকান্দা গ্রামের রুবেল হোসেন (৩০)।

তিনি আরো জানান, আটককৃতরা অবৈধপথে ঢাকা হতে হাঁসপাখিগুলো সংগ্রহ করে যশোরে নিয়ে আসছিল। শার্শার বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পাখিগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন