সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে সাগর হোসেন (১৫) নামে একজন কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রামপুর গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

শার্শার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের ইউপি সদস্য কবির হোসেন জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষনিকভাবে মেয়েটির বাবা-মাকে থানায় পাঠিয়ে মামলা করা হয়েছে।মামলা নম্বর – ২৯,২৩/০১/২০২১।

ধর্ষণের অভিযোগে আসামি সাগর হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন