শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরের চৌগাছায় কৃৃৃৃষককে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় ছাগলে ক্ষেতের ফসল খাওয়া নিয়ে গোলযোগে মফিজুর রহমান (৪৫) নামে এক কৃৃৃৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তিনি উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত আনছার আলী মোল্লার ছেলে৷

আহত মফিজুরের স্ত্রী রোজীনা খাতুন জানান, বাড়ির পাশের ইসলামদের ছাগলে বৃৃৃহস্পতিবার দুপুরে তাদের ক্ষেতের ফসল খায়। মফিজুর এ বিষয়ে ইসলামের কাছে অভিযোগ করলে বিতর্কের এক পর্যায়ে ইসলামসহ ২/৩ জন ধারালো দা ও লাঠি দিয়ে মফিজুরকে কুপিয়ে পিটিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। এখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার করর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাশ বলেন, আহত মফিজুরের অবস্থা গুরুতর। আগামী ২৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না৷

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন