শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বেনাপোলে ভুয়া সিআইডি আটক

শার্শা প্রতিনিধি

বেনাপোল ইমিগ্রেশন এলাকায় মনির হোসেন নামে এক ভূয়া সিআইডিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে চেকপোস্ট কাস্টমসের সহায়তায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার সঠিক পরিচয় জানতে পারে পুলিশ। সে সাতক্ষীরা সদর থানার কাঠিয়া এলাকার দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র ।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,আটক মনির হোসেন ইমিগ্রেশন এলাকায় এসে কাস্টমস অফিসার এর টেবিলে জনৈক বাংলাদেশি আগমন এর সময় তাকে ধমকের সাথে জিজ্ঞাসা করে যে কাস্টমস অফিসার কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে। তাৎক্ষণিক কাস্টমস অফিসার ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয় । কাস্টমস কর্মকর্তা এআরও সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয় পত্র দেখাতে চায়। তখন যে পরিচয় পত্র বের করে দেন সেটা ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে গেলে ভুয়া বলে শনাক্ত হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সঠিক নাম রিন্টু মিত্র (৪৫), পিতা মৃত দেবপ্রসাদ মিত্র, গ্রাম- কাঠিয়া সদর, সাতক্ষীরা বলে জানান । ওই ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন