বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দু’ভাই জখম

যশোর প্রতিনিধি

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ভাইকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সদর উপজেলার সুলতানপুর প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে, খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও তরিকুল ইসলাম (৩৫)। গুরুতর অবস্থায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পারিবাবিক সূত্র জানিয়েছে, কলা গাছ কাটা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সুলতানপুর গ্রামের আব্দুস শহীদের নেতৃত্বে কয়েকজন ছুরি ও লাঠি নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা রফিকুল ইসলাম ও তার ভাই তরিকুল ইসলামকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় জখম রফিকুল ইসলামের স্ত্রী তসলিমা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি একই গ্রামের রশিদ, তার ছেলে শহিদ, রাব্বি এবং বারান্দী মোল্লাপাড়ার হারুন অর রশিদ ফুলুর ছেলে রুমিকে অভিযুক্ত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন