বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে ক্যাবল ব্যাবসায়ী ছুরিকাহত

যশোর প্রতিনিধি

যশোরে ক্যাবল ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী জখম হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের খড়কি ফ্ল্যাটপাড়ায় এ ঘটনাটি ঘটে।

আহতের নাম হাফিজুর রহমান (৪০)। তিনি কারবালা এলাকার আলাউদ্দিনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহত হাফিজুর রহমান জানান, খড়কি ও কারবালা এলাকায় তিনি দীর্ঘদিন ক্যাবল ব্যবসা করে আসছেন। এ ব্যবসা নিয়ে প্রতিপক্ষ ইমন ও জনি গংয়ের সাথে দ্বন্দ্ব চলে আসছে তার। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন ও জনিসহ কয়েকজন হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাতে জখম করে।

এ ব্যাপারে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তার আব্দুর রহমান জানান, আহতের পেটের আঘাতটি গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা গেজট/এম এইচ বি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন