শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মণিরামপুর ফায়ার সার্ভিসের এক কর্মীর আকস্মিক মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুর ফায়ার সার্ভিস দপ্তরে কর্মরত মোজাফফর হোসেন (৫৯) নামে এক কর্মীর ঘুমন্ত অবস্থায় মৃত্যু ঘটেছে। মোজাফফর হোসেনের বাড়ি খুলনা জেলার দৌলতপুর এলাকায়।

মণিরামপুর ফায়ার সার্ভিস দপ্তরের টিম লিডার হুমায়ুন কবির সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ১৩ জানুয়ারি সকালে ডিউটি শেষে দুপুরের খাবার খেয়ে মোজাফফর হোসেন ব্যারাকে ঘুমিয়ে পড়েন। এরপর মাগরিবের নামাজ আদায়ের জন্য তাকে ঘুম থেকে ডাকা হলে তার কোন সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সযোগে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জরুরী বিভাগে ডাক্তার হোসাইন আলী জানান, মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মী মোজাফফর হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন