শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মণিরামপুরে মেয়র পদে লড়বেন ৩ জন : প্রত্যাহার ৪ কাউন্সিলর প্রার্থীর

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর পৌরসভা নির্বাচনে তিন মেয়রসহ ৫৫ জন প্রার্থীর মধ্যে ৩ ওয়ার্ড থেকে ৪ জন সাধারণ কাউন্সিলর তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন, ৪ নং ওয়ার্ডের আসলাম হোসেন ও বিল্লাল হোসেন, ৬ নং ওয়ার্ডের লুৎফর রহমান এবং ৯ নং ওয়ার্ডের আলমগীর হোসেন। বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সহিদুর রহমান।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, রবিবার ১০ জানুয়ারি ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। চলতি মাসের ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান নৌকা, উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র শহীদ ইকবাল হোসেন ধানের শীষ এবং ইসলামী আন্দোলনের আলহাজ্ব আবু তালেব হাতপাখা নিয়ে প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।

এছাড়া, ৩৭ জন সাধারণ কাউন্সিলর ও ১৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪ জন সাধারণ কাউন্সিলর তাদের প্রার্থীতা প্রত্যাহার করলেন। মেয়র প্রার্থীদের দলীয় প্রতীক নির্ধারণ থাকলেও কাউন্সিলর প্রার্থীদের মাঝে আজ সোমবার ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন