Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাইস কুকারে বিদেশি পিস্তল-গুলি চাকু!

যশোর প্রতিনিধি

যশোরে রাইস কুকারের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে যশোর কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় দুই ছেলে ও তাদের বাবাকে আটক করা হয়েছে। যশোর শহরের পাগলাদহ এলাকা থেকে শনিবার ভোরে এ অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পাগলাদহ গ্রামের হাসান মোল্লা (৫৮), তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও জিন্নাহ (৩০)।

শনিবার দুুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোরে পুলিশের একটি দল পাগলাদহ এলাকার হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। ওই সময় তাদের ঘরে রাইস কুকারের ভেতরে রাখা অস্ত্র, গুলিসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। বাড়িটি থেকে মহিদুল ইসলাম মুন্না (৩৪), জিন্নাহ (৩০) এবং তাদের বাবা হাসান মোল্লাকে (৫৮) আটক করা হয়। তিনি আরো জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন