শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে যুবকের মরদেহ উদ্ধার

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে কলাবাগান থেকে কিবরিয়া শেখ (৩০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিবরিয়া শেখ উপজেলার হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

এলাকাবাসী জানায়, কৃষক কিবরিয়া শেখ বুধবার রাতে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশে থাকা তার হলুদের ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ওই হলুদ ক্ষেতের পাশের কলাবাগানে এলাকাবাসী তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে ওই কৃষকের মরদেহ ঘিরে আহাজারি করতে থাকে। পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মরদেহ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।

খুুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন