শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে বাঁশের লাঠির এক আঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বাঁশের লাঠির এক আঘাতে ইকলাস মোল্লা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বাঘারপাড়া উপজেলার পল্লীতে মাদকদ্রব্য সেবন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে তিনি নিহত হন।সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইকলাস উপজেলার বুধপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে।

পরিবারের সদস্যরা ও এলাকাবাসী জানায়, গ্রামে মাদকদ্রব্য সেবন করাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় স্থানীয় যুবক তারেকের সাথে ইকলাসের কথা কাটাকাটির হয়। এরই একপর্যায়ে তারেক বাঁশের লাঠি দিয়ে তার মাথায় একটি আঘাত করে পালিয়ে যায়। লাঠির আঘাতে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন