শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোর হাসপাতালের কর্মচারি সমিতির সভাপতি দাউদ, সম্পাদক কারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারি সমিতির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হয়েছে। গঠনতন্ত্রের আলোকে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের উদ্দোগে এ কমিটি গঠন করা হয়।

হাসপাতালের কর্মচারী দাউদ আলীকে সভাপতি এবং কারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটি এবং ১০ জনের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এর আগে চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি ঢাকা কেন্দ্রীয় কমিটি যশোরের এই নতুন কমিটিকে অনুমোদন প্রদান করেন। যার মেয়াদ ১১ ডিসেম্বর ২০২৪ সাল থেকে পরবর্তী ৩ বছর পর্যন্ত বলব থাকবে।

এদিকে, সমিতির কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কর্মচারী ইউনিয়ন অফিসে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালে তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মেডিসিন বিভাগের সিনিয়র ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল ও সার্জারি বিভাগের ডাক্তার ফারুক এহতেশাম পরাগ। এ সময় হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ কাজ করেন । অতএব সংগঠনের মূল কাজ হবে মানুষের সেবা করা। রাজনৈতিক আদর্শ কর্মক্ষেত্রে ও সংগঠনের বাইরে রাখতে হবে। তবেই সংগঠনের উন্নতি সম্ভব হবে।

নতুন এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (১) ফারুক হোসেন, সহ-সভাপতি (২) তপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবুল শেখ, অর্থ সম্পাদক ইকবল হোসেন, প্রচার সম্পাদক আশানুর রহমান, মহিলা সম্পাদিকা আসমা খাতুন, নির্বাহী সদস্য আব্দুল মালেক।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন