শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরের নওয়াপাড়ার চেয়ারম্যান তুহিন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে পুলিশ। ডিবি পুলিশের সদস্যরা তাকে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নওয়াপাড়া এলাকা থেকে আটক করে। এরপর রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

চেয়ারম্যান তুহিন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা।

যশোরের কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার বলেন, যশোরে বিএনপি অফিসে অগ্নিকান্ড ও ভাঙচুরের সাথে চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন জড়িত ছিলেন। এ মামলায় তাকে আটক করা হয়েছে।শুক্রবার দুপুরে তাকে এ মামলায় আদালতে সোপর্দ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন