শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শার্শায় ট্রাক চাপায় জুটমিল শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল সড়কের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি বেনাপোলের শিকড়ী গ্রামের আব্দুল সালামের ছেলে ও শার্শার আফিল জুট অ্যান্ড উইভিং মিলস এ কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিলের কাজ শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন কামাল হোসেন। মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশ ও শার্শা থানা-পুলিশ ঘটনাস্থল এসে তাঁকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজামান রোকন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালককে আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন