বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোর শিক্ষাবোর্ডের জালিয়াত, চাকরিচ্যুত সালামের স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আলোচিত জালিয়াত হিসাব সহকারী চাকরিচ্যুত আব্দুস সালামের স্ত্রী রিক্তা খাতুনকে আটক করেছে পুলিশ। দুর্নীতির মাধ্যমে পৌনে এক কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি। সোমবার বিকেলে তাকে আটক করে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ।

এসআই কামাল হোসেন জানান, রিক্তা খাতুন দুদকের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি উপশহর ই-ব্লক এলাকার আব্দুস সালামের স্ত্রী। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৩০ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মোশাররফ হোসেন জালিয়াতির মাধ্যমে পৌনে এক কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় শিক্ষা বোর্ডের হিসাব সহকারী চাকরিচ্যুত আব্দুস সালাম এবং তার স্ত্রী রিক্তা খাতুন ও ভাই শহীদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন